Sunday, August 18, 2019

সফল মানুষেরা কিভাবে সফল হয়েছেন?

(নীচে Read More বাটনে ক্লিক করে সম্পূর্ণ প্রবন্ধটি পড়ুন)

         সফল মানুষরা কিভাবে সফল হয়েছেন? কিভাবে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। তা জানার ও সে অনুযায়ী চলার আগ্রহ অনেকের। আসুন জেনে নেই সফল মানুষরা ১৫ ভুল করেননি যা আমরা সচরাচর করে থাকি।

Friday, August 16, 2019

গ্রাফিক্স ডিজাইনারদের জন্য ঘরে কাজ করে আয় করার ১০ টি ওয়েবসাইট


গ্রাফিক্স ডিজাইনারদের জন্য ঘরে বসে আয় করার সুযোগ দিচ্ছে এমন ওয়েবসাইট রয়েছে শত শত। তার মাঝ থেকে বাছাই করা ১০ টি সাইট এখানে দেয়া হল। আপনার করা পুরনো কিংবা নতুন যে কোন ডিজাইন তুলে দিন এই সাইটগুলোতে। একটা ডিজাইন বিক্রি হওয়ার সঙ্গে সঙ্গে ৭০ থেকে ৯০ ভাগ টাকাই চলে আসবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। একবার নয়, যতবার বিক্রি হবে ততবারই আপনি সর্বোচ্চ কমিশন পাবেন। আর একটা ডিজাইন বিক্রি হতে পারে হাজার হাজার বার। এটা নির্ভর করবে আপনার ডিজাইনের কোয়ালিটির উপর। চলুন, ওয়েবসাইটগুলো থেকে ঘুরে আসা যাক-
ক্রিয়েটিভ মার্কেটে আপনি আপনার ডিজাইন করা লোগো, বাউচার, ইলাস্ট্রেশন, ওয়েব টেমপ্লেটসহ যে কোন গ্রাফিক্স ডিজাইন বিক্রির জন্য আপলোড করতে পারবেন এবং আপনি নিজেই সেগুলোর বিক্রির দাম নির্ধারণ করে দিতে পারবেন। বিক্রি হওয়ার পর আপনার নির্ধারিত দামের ৩০ ভাগ অর্থ রেখে দিয়ে ক্রিয়েটিভ মার্কেট কতৃপক্ষ আপনাকে ৭০ ভাগ টাকা দেবে। তবে আপনি যখন ক্রিয়েটিভ মার্কেটের একজন পার্টনার হিসেবে অন্তর্ভূক্ত হবেন বা আপনার রেফারেন্সে যখন কেউ কোন ডিজাইন কিনবে তখন আপনি আরো ১০ ভাগ এক্সট্ট্রা মানি পাবেন।
এ সাইটের একটা অসাধারণ দিক হচ্ছে, আপনার ডিজাইনের উপর এরা হাত দেবে না। একই ডিজাইন আপনি অন্য সাইটেও বিক্রি করতে পারবেন, এতে তাদের কোন আপত্তি বা রুল নেই। ক্রিয়েটিভ মার্কেটে এখন পর্যন্ত প্রায় ২ লক্ষ ডিজাইন আপলোড করা হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। আর প্রতিদিন এখান থেকে গড়ে ১৭০০ ডিজাইন বিক্রি হচ্ছে। এ ডিজাইনগুলো আপনারই মতো কেউ না কেউ করেছে।
ডিজাইন বিক্রির জন্য এ সাইটে আপনাকে জয়েন করতে হবে। জয়েন করা খুবই সহজ। যে কোন ইমেল অ্যাড্রেস ব্যবহার করে জয়েন করতে পারেন কিংবা আপনার ফেসবুক প্রোপাইল দিয়েও জয়েন করতে পারেন।
ইনভাটো প্রায় ক্রিয়েটিভ মার্কেটের মতোই, তবে এখানে আরো অনেক বেশি প্রোডাক্টস্ বিক্রির সুযোগ রয়েছে। গ্রাফিকস্ ডিজাইন ছাড়াও আপনি এখানে ওয়েবসাইট থিম, কোড, ভিডিও, অডিও, ইমেজ বিক্রি করতে পারবেন। একজন ক্রেতার দৃস্টিকোণ থেকে ইনভাটো হচ্ছে প্রোডাক্টস্ বিক্রির জন্য ক্রেতা পাওয়ার অন্যতম নির্ভরযোগ্য সাইট।
তবে এ সাইটে কোন ডিজাইন আফলোড করার পর আপনাকে ইনভাটো মার্কেট কতৃপক্ষের অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে। আর এখানে আপনার ডিজাইনের মূল্য নির্ধারণ করবে তারাই এবং কত পার্সেন্ট আপনাকে দেয়া হবে সেটাও নির্ধারণ করবে তারা। তবে সচরাচর ইনভাটো মার্কেট ১২.৫% থেকে ৩৭.৫% পর্যন্ত কেটে রাখে।
এ সাইটে ৯০ লক্ষেরও বেশি প্রোডাক্টস্ রয়েছে এবং তাদের হিসেব মতে প্রতিদিন কমপক্ষে ৫০ হাজার প্রোডাক্ট বিক্রি হয়। সুতরাং, দেরী কেন, একটি ইনভাটো অ্যাকাউন্ট খুলে আজই জয়েন করুন।
সস্তা, সস্তা, এবং আরো সস্তায় কেনার জন্য এজেন্সীগুলোর সবচেয়ে বেশি আনাগোনা এ সাইটে। গ্রাফিকস্ ডিজাইন ছাড়াও এখানে অসংখ্য ক্যাটেগরির প্রোডাক্টস্ রয়েছে এবং কোন প্রোডাক্টের দামই ৫ ডলারের বেশি নয়। কিন্তু আপনার ডিজাইনের ৮০ ভাগই আপনি পেয়ে যাবেন এ সাইট থেকে। এখানে আপনার ডিজাইন বিক্রি করে খুব বেশি টাকা না পেলেও যখন আপনার একটা ডিজাইন বারবার বিক্রি হবে, আপনিও বারবার কমিশন পেয়ে দেখবেন মোটের উপর একটা বড় অ্যামাউন্ট দাঁড়িয়ে গেছে। আর সস্তায় পাওয়া যায় বলে এ সাইটের ক্রেতাও বেশি। সুতরাং, আপনার ডিজাইন বিক্রি হওয়ার চান্সও বেশি। গ্রাফিকস্ ডিজাইনের মধ্যে এ সাইটে সবচেয়ে বেশি বিক্রি হয় লোগো। আপনার যদি লোগো ডিজাইনের দারণ দারণ আইডিয়া থাকে তো আজই জয়েন করুন একজন বিক্রেতা হিসেবে।
ইংকডি প্রপেশনাল ডিজাইনারদের জন্য সবচেয়ে উপযোগী সাইট। এখানে সবচেয়ে বেশি বিক্রি হয় বিজনেস কার্ড, বাউচার, লেটারহেড, এনভেলপ ইত্যাদি। এখানে অ্যাকাউন্ট করে ডিজাইন আপলোড দেয়ার সঙ্গে সঙ্গে সাইটে প্রদর্শিত হয় না যতক্ষণ না ইংকডি কতৃপক্ষ আপনার ডিজাইন অ্যাপ্রুব না করে। কারণ, এটা সত্যিকার অর্থেই পেশাদারিত্বের জায়গা। এখানে একটা ডিজাইন অনুমোদন পাওয়া যেমন অনেক কঠিন, তেমনি একটা ডিজাইন বিক্রি হয় চড়া মূল্যে। ৩০ ডলার অর্থাৎ আমাদের টাকায় প্রায় ২২৫০ টাকার নিচে এখানে কোন ডিজাইন বিক্রি হয় না। সুতরাং, একটা উল্লেখযোগ্য আয়ের জন্য আজই জয়েন করুন ইংকডিতে।
সোসাইটি সিক্স গ্রাফিক্স ডিজাইনারদের জন্য ঘরে বসে আয় করার অন্যতম একটি সেরা সাইট। এখানে আপনি একটা ডিজাইন করবেন আর আপনার ডিজাইনের অন্যান্য অনেক ভার্সন তৈরি করে ফেলবে এ সাইটের অটোমেটেড সফট্ওয়্যার। যেমন, আপনার ডিজাইন চলে যাবে আই-ফোন কেস-এ, টি-শার্টে, মগে, শপিং ব্যাগে কিংবা যে কোন প্রিন্টেড ভার্সনের জন্য। বাড়তি পাওনা হচ্ছে, আপনার কাজের কপিরাইট আপনারই থাকবে। এমন সুযোগ হাতছাড়া করতে না চাইলে আজই জয়েন করুন সোসাইটি সিক্সে।
পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কোম্পানীগুলো তাদের প্রয়োজনীয় ডিজাইনগুলো খুঁজতে আসে এ সাইটে যেখান থেকে তারা রেডিমেড ডিজাইন পছন্দ করে কিনে নেয় এরপর টি-শার্টে, মগে, শপিং ব্যাগে কিংবা স্টিকারে সেই ডিজাইনগুলো বসিয়ে নেয়। আপনার কাজ এ সাইটে একটা অ্যাকাউন্ট খুলে জয়েন করা আর নিজের একটি ভার্সুয়াল ডিজাইন শপ তৈরি করা যা খুবই সহজ। শপ তৈরি করা হয়ে গেলে নিজের ডিজাইনগুলো আপলোড করে দেয়া পর্যন্তই আপনার কাজ শেষ। বাকী কাজ করে নেবে রেড বাবলের এক্সিকিউটিভরা। আপনার ডিজাইনের মূল্য নির্ধারণ এবং প্রমোশনসহ সব কাজ ওরাই করে নেবে। এখন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অস্ট্রেলিয়ার এ ওয়েবসাইটে জয়েন করেছেন প্রায় ৪ লক্ষ ডিজাইনার। আপনিও জয়েন করুন আজই।
ক্লিক ফর আর্টিস্ট মেইনলি বালিশের কুশন থেকে শুরু করে পানি খাওয়ার মগ পর্যন্ত ঘরের যাবতীয় জিনিসপত্রের ডিজাইন প্রিন্ট, আর্ট প্রিন্ট, ক্যানভাস প্রিন্টের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আর্টিস্ট এবং গ্রাফিকস্ ডিজাইনার নিয়ে থাকে। তবে এখানে জয়েন করতে হলে আপনাকে মোটামুটি ভাল মানের ডিজাইনার হতে হবে এবং আপনার করা পূর্বের ডিজাইনগুলো এদের দেখাতে হবে। সরাসরি জয়েন করার অপশন রাখেনি এরা, জয়েন করার জন্য প্রথমে একটি রিকোয়েস্ট মেইল পাঠাতে হয়। মেইল পেয়ে আপনার আগেকার কাজ যাচাই বাছাই করে পছন্দ হলেই কেবল আপনাকে জয়েন করার জন্য ইনভাইটেশন পাঠাবে। তবে একবার এখানে জয়েন করতে পারলে আপনার ডিজাইনিং লাইফ সার্থক হয়ে যাবে। বিশ্বাস না হলে উপরের ছবিটিতে দেখুন এক একটা ডিজাইনের দাম আর সাইটে গিয়ে যাচাই করুন।
জেজল ডিজাইনের জন্য এমন একটি অনলাইন মার্কেট প্লেস যেখানে আপনার ডিজাইন অন্তত ১০০ প্রোডাক্টের গায়ে প্রিন্ট হতে পারে। অন্যান্য সাইটগুলো থেকে এ সাইট কিছুটা ভিন্ন। এ সাইট শুধু ডিজাইনই বিক্রি করে না, ডিজাইনের প্রিন্ট করে বায়ারের কাছে পৌঁছে দেয়। ফলে বায়ারদের অতিরিক্ত কষ্ট করতে হয় না বলে অনেক প্রপেশনাল বায়ারের পছন্দ জেজল। একই সাথে বিশ্বের বিভিন্ন প্রান্তের ডিজাইনারদের কাছে তুমুল জনপ্রিয় এ সাইটটি। একজন ডিজাইনার হিসেবে আপনাকে প্রথমে এ সাইটে জয়েন করতে হবে এবং আপনি আপনার ফেসবুক প্রোপাইল দিয়েই জয়েন করতে পারবেন। এরপর আপনাকে আপনার ডিজাইনগুলো আপলোড করতে হবে এবং সারাজীবন ধরেই আপলোড করতে পারবেন। যখনই কোন বায়ার আপনার ডিজাইন পছন্দ করবে তখন জেজল এক্সিকিউটিভরা বায়ারের সঙ্গে দরাদরি করে আপনার ডিজাইনের মূল্য নির্ধারণ করবেন। আর আপনার প্রাপ্য আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন।
গ্রাফিকস্ ডিজাইনের জন্য ওয়েব জগতে অন্যতম জনপ্রিয় এবং বড় একটি মার্কেট প্লেস নাইনটি নাইন ডিজাইনস্। এখানে জয়েন করে একদিকে যেমন নিজের ডিজাইনগুলো বিক্রির জন্য আপলোড করা যায়, অন্যদিকে বায়ারদের কাছ থেকে সরাসরি অর্ডার নেয়া যায়। যেমন, একজন বায়ার তার কোন একটা কোম্পানী বা অর্গানাইজেশনের জন্য লোগো বানাতে চায়। তো বায়ার যা করে তা হচ্ছে, লোগোর কনসেপ্ট জানিয়ে এখানে একটি ঘোষণা দিয়ে দেয়। আর ডিজাইনাররা কাজটি পাওয়ার জন্য আবেদন করে। এরপর বায়ার ডিজাইনারের আগের কাজগুলোর কোয়ালিটি বিবেচনা করে কোন একজনকে হায়ার করে। এ সাইটে আপনার একটি স্ট্রং প্রোপাইল তৈরি করতে পারলে অনেক বায়ারের কাছ থেকেই কাজ পাবেন আপনি।
এ সাইটে আপনি আপনার ডিজাইন করা লোগো, আইকনসহ বহু রকমের ডিজাইন বিক্রি করতে পারবেন। আপনার ডিজাইনের জন্য ১ ডলার থেকে শুরু করে ৩০ ডলার পর্যন্ত যে কোন মূল্য আপনি নিজেই নির্ধারণ করতে পারবেন। আর বিক্রি মূল্যের ৪০% আপনি পাবেন। পাসের্ন্টেস্ কম মনে হলেও আপনার পুষিয়ে যাবে এ কারণে যে একই ডিজাইন আপনি অন্য সাইটেও বিক্রি করতে পারবেন, এতে গ্রাফিক লেফট্ ওভারসের কোন আপত্তি নেই।
গ্রাফিক্স ডিজাইনারদের জন্য আয় করার ১০ টি ওয়েবসাইটের মধ্যে চাইলে আপনি সবগুলোতেই আপনার ডিজাইন আপলোড করে বিক্রি করতে পারেন। তবে খেয়াল রাখুন, যে-সব সাইট একই ডিজাইন অন্য সাইটে বিক্রির অনুমোদন রাখেনি, ভুলেও যেন সে সব সাইটের কোন ডিজাইন অন্য সাইটে না দিয়ে ফেলেন। আর এটা যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেট, চেষ্টা করুন শুরুর দিকে ইনকামের চিন্তা না করে নিজের প্রোপাইল ভারী করতে।
এখানকার বেশির ভাগ সাইটেরই নিজস্ব কমিউনিটি রয়েছে, ওই সব কমিউনিটিতে জয়েন করুন। অন্য ডিজাইনারদের ডিজাইনে লাইক দিন, কমেন্ট করুন। তাহলে অন্যরা আপনার ডিজাইনের প্রশংসা করে কমেন্ট করবে। এভাবে এক সময় আন্তর্জাতিক ডিজাইন কমিউনিটিতে আপনার একটা ভাল পরিচিত গড়ে উঠবে এবং অনেক ক্লায়েন্টই আপনাকে খুঁজে বের করে ডিজাইনের কাজ দেবে। সুতরাং, দেরী না করে সাইটগুলোতে জয়েন করা শুরু করে দিন আর আপলোড করুন আপনার সেরা সেরা ডিজাইগুলো।

By টি আই অন্তর

Saturday, August 10, 2019

আপনি কিভাবে গ্রাফিক ডিজাইন শিখবেন?


(নীচে Read More বাটনে ক্লিক করে সম্পূর্ণ প্রবন্ধটি পড়ুন)
ইন্টারনেটে আয় করার মত যতগুলি কাজ বা পদ্ধতি রয়েছে গ্রাফিক্স ডিজাইন হচ্ছে তার মধ্যে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন কাজগুলির একটি। বর্তমানে পৃথিবীর অনেক দেশেই শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য স্কুল ও কলেজ তৈরী হয়েছে। অনলাইন মার্কেটপ্লেসগুলোতে আজ যারা সফল গ্রাফিক্স ডিজাইনার হিসেবে পরিচিত তাদের অনেকেই এইসব স্কুল ও কলেজের মাধ্যমেই শিক্ষা নিয়েছে। এখন প্রশ্ন হলো আপনার আমার পক্ষে তো বাইরের কোন দেশে গিয়ে গ্রাফিক্স ডিজাইন শিখে আসা সম্ভব নয়। দুঃশ্চিন্তা করার কোন প্রয়োজন নেই কারণ ইন্টারনেটের বদৌলতে পুরো বিশ্বই এখন আমাদের হাতের মুঠোয়। তাই আজকে আমরা আপনাদের মাসনে তুলে ধরব অসাধারণ কিছু গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট যা থেকে আপনি নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে সকলের সামনে একজন সফল গ্রাফিক্স ডিজাইনার হিসাবে তুলে ধরতে পারবেন। কোন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনারের কাছে হাতে-কলমে প্রশিক্ষণ নেয়ার পর এসব ওয়েবসাইটসমূহ আপনার কজে আসবে। 

Friday, August 9, 2019

ওয়েবসাইট বানিয়ে বিক্রয় করে অনলাইনে আয়

(নীচে Read More বাটনে ক্লিক করে সম্পূর্ণ প্রবন্ধটি পড়ুন)
অনলাইনে আয়ের অনেকগুলো পদ্ধতির মধ্যে একটি জনপ্রিয় পদ্ধতি হচ্ছে ওয়েবসাইট বানিয়ে বিক্রয় করা। যদি নিশ নিয়ে করা ওয়েবসাইট হয় তাহলে বিক্রির সম্ভাবনা অনেক বেড়ে যায়। আজকে আমরা পর্যায়ক্রমে কিভাবে একটি সুন্দর ওয়েবসাইট বানিয়ে বিক্রি করা যায় সেটি দেখব। চলুন শুরু করা যায়।

Thursday, August 8, 2019

3 Attractive TV report about outsource Freelancing in Bangladesh

(একবার ক্লিক করে ভিডিও চালু না হলে ২য় বার ক্লিক করুন)


বিঃদ্রঃ এই পোষ্টে তিনটি ভিডিও আছে। যদি ভিডিও দেখা না যায় তাহলে আপনার কম্পিউটারে Adobe flash player ইনস্টল সেটাপ করুন । গুগুলে যেয়ে Adobe flash player লিখে সার্চ করে ডাউনলোড করে ইনস্টল করুন।