Wednesday, August 7, 2019

গ্রাফিক ডিজাইন ও ওয়েব ডিজাইনে কালার কনসেপ্ট

যেকোন ডিজাইন এর ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট হল কালার কনসেপ্ট… গ্রাফিক ডিজাইন ও ওয়েব ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই। এখানে কিছু তথ্য এখানে দেয়া হল:
০১) ডিজাইন করার সময় আমরা দু'টো কালার অলটাইম সিলেকশন এ রাখবো। সাদা আর কালো।
০২) এই সাদা কালো, রঙ দুটোকেই ডিজাইন এবং চোখের সহ্য ক্ষমতা আই মিন চোখের আরামের উপর ভিত্তি করে এদের গাড়ত্ব কমিয়ে বাড়িয়ে ব্যবহার করে যেতে পারে। লাইক : সলিড কালো এরকালার কোড #000, আবার কালো এর অন্য শেড এর কোড #232323। প্রয়োজনমত তা প্রয়োগ করা লাগবে।


০৩) সাথে একটি বেইজ কালার মানে প্রধান কালার রাখা লাগবে যা শুধু প্রধান প্রধান ক্ষেত্রগুলোকে ফুটিয়ে তুলবে।
০৪) এই প্রধান কালারের উপর ডিপেন্ড করে আমরা আইকন কালার কিংবা সেকশন কালার কিংবা ফন্টকালার ডিজাইনের সুবিধার্থে ব্যবহার করব।
০৫) প্রায়ই দেখা যায় টাইটেল ফন্টকালার একটু বোল্ড আই মিন ডার্ক কালার আর প্যারাগ্রাফ কালারটা আরেকটু হাল্কা কালার ব্যবহার করা হয়ে থাকে।
০৬) ব্যাকগ্রাউন্ড কালার দেয়ার পর খেয়াল রাখা লাগবে আপনার ফন্ট-এর কালারটা তার উপর ম্যাচ করে কিনা। লাইক: ব্যাকগ্রাউন্ড কালার “সাদা” আপনি ফন্ট কালার ও সাদা কিংব তার কাছাকাছি দিলেন তাতে বুঝাই যাচ্ছে না কিংবা “লাল” কালার ব্যাকগ্রাউন্ড এর মধ্যে দিলেন ” নীল” কালার ফন্ট তাতে লেখাগুলো পড়তে কষ্ট হয় আর বুঝাও যায়না। এরকম কিছু এড়িয়ে যাবার চেষ্টা করতে হবে।
০৭) কালারের ব্যাপারগুলো বুঝার জন্য অনেক ডিজাইন দেখা বাঞ্ছনীয়।

3 comments:

  1. The vital information in this blogs has allured me.
    best web design companies

    ReplyDelete
  2. They adhered well to project timelines and design company services maintained an understanding of all objectives.

    ReplyDelete
  3. I have spent a lot of the time in different blogs but this is really a unique blog for me.
    url opener free tool

    ReplyDelete