Monday, August 5, 2019

পৃথিবীর সহজতম পেশা কি আউটসোর্স ফ্রীল্যান্সিং?

              উপরের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ? এ বিষয়ে আমাদের জবাব হচ্ছে- করতে জানলে অনেক কঠিনও সহজ হয়ে যায়।  অভিজ্ঞ প্রতিষ্ঠান ও প্রশিক্ষকের নিকট থেকে উত্তমরূপে কাজ শিখুন এবং নিয়মিত প্র্যাকটিস করুন।   অধ্যবসায়ের সাথে কাজে লেগে থাকুন।  তাহলে সফল হবেন ইনশাল্লাহ।  

              বাংলাদেশের প্রেক্ষাপটে এ প্রশ্নটি গুরুত্বপূর্ণ।   কারণ অনেকেই এপেশেকে সহজতম পেশা মনে করে সামান্যতেই হতাশ হয়ে যায়।   অন্যান্য সব পেশার মতই এখানেও সফলতার জন্য জ্ঞান ও অভিজ্ঞতা, শ্রম এবং অধ্যবসায়ের খুবই প্রয়োজন ।   তবে অন্যান্য অনেক পেশার চেয়ে বেশী সম্ভাবনা এ পেশাতে রয়েছে। 
                  উপরের ইমেজটি লক্ষ্যটি করুন।   এখানে সহজতা ও কঠিনতা উভয়ই প্রকাশ পায়।  

No comments:

Post a Comment