Monday, June 24, 2019

Azad Products (History Behind !): Excellent real story to fulfill dreams

হেরে যাবো বলে তো স্বপ্ন দেখিনি - বাংলাদেশের সিআইপি (কমার্শিয়াল ইমপর্টেন্ট পারসন), শূণ্য থেকে কোটিপতি, আজাদ প্রোডাক্টের মালিক আবুল কালাম আজাদ। বর্তমানে স্বপ্নপূরণের একটি উপায় অনলাইন ফ্রীল্যান্সিং।

(একবার ক্লিক করে ভিডিও চালু না হলে ২য় বার ক্লিক করুন)

Thursday, June 20, 2019

খরগোশ ও কচ্ছপের চমৎকার শিক্ষণীয় ৪টি ভার্সন

খরগোশের ও কচ্ছপের গল্প সবাই জানেন। তার আরো নতুন ৩টি ভার্সন চালু হয়েছে। এর প্রত্যেকটিই শিক্ষণীয়। বিশেষ করে এর শেষেরটি আমাদের জন্য জরুরী। ভিডিওটি দেখুন প্লীজ।

(একবার ক্লিক করে ভিডিও চালু না হলে ২য় বার ক্লিক করুন)

T-shirt sell with free marketing method -




Wednesday, June 19, 2019

টানা বসে থাকলে বিপদ ও করণীয়

বিশেষ করে কম্পিউটার ভিত্তিক পেশাজীবিদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়:

হ্যাঁ, টানা বসে থাকার বেশ কিছু স্বাস্থ্যঝুঁকি রয়েছে। এর মধ্যে কিছু প্রধান ঝুঁকি হলো:

  1. হার্টের সমস্যা: দীর্ঘ সময় বসে থাকা রক্তপ্রবাহ কমিয়ে দেয়, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়।
  2. ওজন বৃদ্ধি: বসে থাকলে ক্যালোরি খরচ কম হয়, ফলে ওজন বৃদ্ধি হতে পারে।
  3. ডায়াবেটিস: দীর্ঘ সময় বসে থাকলে ইনসুলিনের কার্যকারিতা কমে যেতে পারে, যা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়।
  4. পিঠ ও ঘাড়ের ব্যথা: বসে থাকার সময় পিঠ ও ঘাড়ের ওপর চাপ পড়ে, ফলে এইসব স্থানে ব্যথা হতে পারে।
  5. মেজাজের পরিবর্তন: দীর্ঘ সময় বসে থাকা মানসিক স্বাস্থ্যের উপরেও প্রভাব ফেলতে পারে, যেমন ডিপ্রেশন বা অ্যাংজাইটি।

এগুলো এড়াতে কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে:

  • প্রতি ঘণ্টায় কয়েক মিনিট হাঁটা বা স্ট্রেচিং করা।
  • দীর্ঘ সময় বসে কাজ করার সময় বিরতি নেওয়া।
  • অফিসে দাঁড়িয়ে কাজ করার ব্যবস্থা করা।
  • নিয়মিত ব্যায়াম করা।

এইসব অভ্যাস গড়ে তুললে দীর্ঘ সময় বসে থাকার ক্ষতিকর প্রভাব কমানো সম্ভব।


Sunday, June 16, 2019

ফেইসবুকের মাধ্যমে কোটিপতি জেসন ফিক: তাঁর সাফল্য অর্জনের কাহিণী

ফেসবুক থেকে টাকা ইনকাম অর্থাৎ ফেসবুক থেকে আয় করার উপায় সম্পর্কে একটা বাস্তব উদাহরণএকটু ভাল করে পড়ার জন্য অনুরোধ করলাম :-



তিন বছর আগেও যিনি ছিলেন দেউলিয়াপথের ফকিরজেল ফেরত আসামি আর আজ তাঁর মাসে আয় দুই লাখ ৭৫ হাজার ডলারেরও বেশি! বাংলাদেশি অর্থ যার পরিমাণ দুই কোটি সাড়ে নয় লাখ। ফেসবুকের যথাযথ ব্যবহারই তাঁকে দেউলিয়া থেকে কোটিপতি বানিয়েছে। বলা হচ্ছেডব্লিউটিএফ ম্যাগাজিন ও ফানিয়ারপিকস ডটনেটের প্রতিষ্ঠাতা জেসন ফিকের কথা


ফেসবুকের কল্যাণে নিজের ভাগ্যকে পরিবর্তন করা জেসন ফিককে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিজনেস ইনসাইডার। ২০০৫ সাল থেকেই অর্থকষ্টে ছিলেন জেসন। রিয়েল এস্টেট কোম্পানিতে কাজ করতেন তিনি। কিন্তু এক্ষেত্রে বাজারে মন্দা চলতে থাকায় তাঁর দুরাবস্থা সীমাহীন পর্যায়ে পৌঁছায়। স্ত্রী-পুত্র নিয়ে পড়েন মহাবিপদেই। টিকে থাকার জন্য আয়ের পথ খুঁজতে থাকেন তিনি

এ সময়ই তাঁর বন্ধুরা একটি ওয়েবসাইট খোলার পরামর্শ দেন জেসনকে। বন্ধুদের কথা শুনে ডব্লিউটিএফ ম্যাগাজিন ডটকম ডোমেইনটি কিনে ফেলেন তিনি। চিন্তা করেন এই সাইটটিতে বিনোদনমূলক বিভিন্ন কনটেন্ট রাখবেন তিনি। তাঁর এই ডিজিটাল উদ্যোগের সঙ্গে হাত মেলান কয়েকজন বন্ধু। কিন্তু এ সময় কোনো অর্থকড়ি ছাড়াই শুরু করতে হয় এই উদ্যোগটি। জেসনের ভাষ্য, ‘আমার দলটি কোনো রকম আর্থিক সুযোগ-সুবিধা ছাড়া কাজ করে যাচ্ছিল। আমরা মজার মজার কনটেন্ট তৈরি করে যাচ্ছিলাম। আমরা আসলে কী করছিলাম সে সম্পর্কে ধারণা ছিল না

২০১১ সালে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইট চালু করেন তিনি। এতে মজার মজার সব কনটেন্ট আপলোড করেন। তৈরি করেন ফেসবুক পেজ এবং তাঁর ওয়েবসাইট ও ফেসবুক পেজে একই রকম কনটেন্ট শেয়ার করতে শুরু করেন। এ সময় ম্যাগাজিনের জন্য একটি গল্প সংগ্রহ করতে গিয়ে তাঁকে জেলে যেতে হয়। তাঁর বিরুদ্ধে মারামারিতে উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়। জেল থেকে ছাড়া পাওয়ার পর তাঁর জীবন আরও দুর্বিসহ হয়ে ওঠে। কোনো চাকরি পাওয়ার সম্ভাবনাও ছিল না। পরিবারকে সাহায্য করার মতো অর্থও ছিল না। তিনি আত্মহত্যার কথাও ভাবতে শুরু করেন। কিন্তু তাঁর কারাভোগের অভিজ্ঞতার ঘটনা প্রকাশের জন্য একটি মাধ্যম খুঁজছিলেন তিনি। এ সময় তিনি বেছে নেন ফেসবুককে

জেসন ফিক পরিকল্পনা করেন তাঁর ম্যাগাজিনসহ বেশ কিছু ফেসবুক পেজ খুলবেন এবং সেগুলোতে লাইক বাড়ানোর মাধ্যমে তাঁর তৈরি ওয়েবপেজগুলোতে ভিজিটর আনবেন। এরপরই জেসন শুরু করেন তাঁর পরিকল্পনা বাস্তবায়নের কাজ

বিভিন্ন নামে ফেসবুকে ফ্যান পেজ খুলে লাইক বাড়ানোর কাজ শুরু করেন তিনি। তাঁর প্রচেষ্টা বিফলে যায়নিওয়েবসাইটে ভালো কনটেন্ট এবং ফেসবুকে লাইকের কারণে ওয়েবসাইটে ভালো পাঠক পেতে শুরু করেন এবং বিজ্ঞাপন থেকে দ্রুত তাঁর আয় বাড়তে থাকে

শুরুতে অনেকগুলো ফেসবুক পেজ তৈরি করে তা চালাতে শুরু করেন জেসন। জেসন বলেন, ‘ফেসবুকে অনর্থক সময় দেওয়ার জন্য আমার স্ত্রী রাগ করতে শুরু করলেও আমি না খেয়ে বসে ফেসবুক পেজগুলো চালাতাম। আমি আমার স্ত্রীকে বলতাম ফেসবুকে আমি যে ডিস্ট্রিবিউশনের কাজ করছি এর মূল্য একদিন পাব

বর্তমানে জেসন ৪০টি ফেসবুক পেজ চালাচ্ছেন এবং এসব পেজগুলোতে সব মিলিয়ে দুই কোটি ৮০ লাখ লাইক রয়েছেএই ফেসবুক পেজগুলো থেকে তাঁর ওয়েবসাইটে অসংখ্য পেজভিউ হয়। ওয়েবসাইটে বিজ্ঞাপন থেকে তাঁর আয়ও আসে প্রচুর। এ ছাড়াও জেসন সোশ্যাল মিডিয়া বিষয়ক পরামর্শক হিসেবেও ব্যবসা শুরু করেছেন। বর্তমানে ১৬ জনের কর্মসংস্থানও করেছেন তিনি

৪০ বছর বয়সী জেসন ফিক দাবি করেনশুধু ফেসবুকের কার্যকর ব্যবহারের কল্যাণেই তাঁর ভাগ্য বদলাতে পেরেছেন এবং নিজেকে একজন কোটিপতি হিসেবে দেখতে পারছেন। এই ব্যবসায় লাভ যেমন তেমনি চ্যালেঞ্জও রয়েছে


ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জেসন মনে করেন, সামাজিক যোগাযোগের এই যুদ্ধক্ষেত্রে পরিকল্পনা পাল্টে তিনি ব্যবসা করে যাচ্ছেন একে যুদ্ধক্ষেত্র মনে করার কারণ হচ্ছে, ফেসবুক কর্তৃপক্ষ মাঝে মাঝেই তাদের এলগরিদম পরিবর্তন করে এ ধরনের উদ্যোগকে ঠেকানোর চেষ্টাও করে থাকে

Wednesday, June 12, 2019

Many essential PDF e-book about logo : Logo-Design-Guide, Logo Design Basics and Logo design tutorial

Many essential PDF e-book about logo : 1)  Logo Design Basics, 2) Logo-Design-Guide, 3) Beginners-Guide-to-Logo-Design, 4) LOGO KNOW, 5) The Logo Design Book, 6) Logo Design Primer 7) Logo Design, 8) A Designers Guide to Creating Logo Files

Some essential link about Logo Design in Bengali: 1) লোগো ডিজাইনের জন্য কি কি তথ্য প্রয়োজন? 2)  লোগো ডিজাইন স্কেচ করার সহজ পদ্ধতি 3) বিশ্বসেরা লোগো ডিজাইনাররা যেভাবে লোগো বানায় – লোগো ডিজাইন টিপস 4) লোগো ডিজাইন এ কি করবেন, কি করবেন না

Logo Design Video Tutorial: 
Logo Design Master Class - Logo Design Bangla Tutorial

মহানবী ﷺ এর ভাষায় প্রকৃত দরিদ্র ব্যক্তি কে?


(একবার ক্লিক করে ভিডিও চালু না হলে ২য় বার ক্লিক করুন)

Illustrator VS Photoshop: Please see this video


Saturday, June 8, 2019

গাধা ও খরগোশ


আহত গাধা কোঁকাচ্ছে! খরগোশ সমবেদনার সঙ্গে বলল— —কে তোমার এ দশা করেছে? একবার শুধু নামটা বল শালার বারটা বাজিয়ে ছাড়ব। —ভালুক মেরেছে। —ও ইয়ে তাই? ভালুক অবশ্য কারণ ছাড়া মারে না...

Wednesday, June 5, 2019

একটি ইন্ডিয়ান চাকরির ইন্টারভিউ


এক চাকরির ইন্টারভিউ চলছে….প্রথম প্রার্থী এক বাঙালি পরীক্ষা ঘরে ঢুকেছে….

শিক্ষকঃ দিল্লী চলো কে ডাকদিয়েছিলেন ?
বাঙালিঃ স্যার নেতাজী সুভাষ চন্দ্র বোস l



শিক্ষকঃ বাঃ বাঃ খুব ভালো, আচ্ছা একজন দেশপ্রেমিকের নাম বলুন তো ?

বাঙালিঃ স্যার অনেকেই তো আছেন, যেমন মহাত্মা গান্ধী l
শিক্ষকঃ বাঃ বাঃ খুব সুন্দর, আচ্ছা বলুন তো ভারত কবে স্বাধীন হয় ?
বাঙালিঃ স্যার, ভারত ১৯৪২ সালে স্বাধীন হবো হবো করতে করতে শেষে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট স্বাধীন হয় l

শিক্ষকঃ খুব সুন্দর ! আচ্ছা এবার লাস্ট প্রশ্ন, বলুন তো আকাশে কত গুলো তারা আছে ?

বাঙালিঃ স্যার এখনও সেটা প্রমানিত হয়নি তবে বিজ্ঞানিদের গবেষণা চলছে l


শিক্ষকঃ এবার আপনি আসতে পারেন l

.
.
.
বাঙালি চলে যাবার সময় পরের প্রতিযোগী এক বিহারী ছিল l কিন্ত সে বাংলা জানেনা, তাই বাঙালিকে দরজার কাছে খুব তাড়াতাড়ি জিজ্ঞেস করলো——ভাই তোমাকে কি কি প্রশ্ন
ধরলো ? 

বাঙালিঃ ভাই প্রশ্ন আমার মনে নেই, তবে উত্তর গুলো হল….. 1) নেতাজি সুভাষ চন্দ্র বোস 2) অনেকেই তো আছে, যেমন মহাত্মা গান্ধী 3) ১৯৪২ সালে হবো হবো করতে করতে শেষে ১৯৪৭ সালে ১৫ই আগস্ট 4) ঠিক এখনও জানা যায়নি, বিজ্ঞানিদের গবেষণা চলছে
.
--
...
...

বিহারির প্রবেশ…..

শিক্ষকঃ আপনার নাম কি ?

বিহারীঃ নেতাজি সুভাষ চন্দ্র বোস l

শিক্ষকঃ (অবাক হয়ে) আপনার বাবার নাম কি?

বিহারীঃ অনেকেই তো আছে, যেমন মহাত্মা গান্ধী l

শিক্ষকঃ (আরও অবাক হয়ে) আপনার কবে জন্ম হয়েছে ? 
বিহারীঃ ১৯৪২ সালে হবো হবো করতে করতে শেষে ১৯৪৭ সালে ১৫ই আগস্ট l

শিক্ষকঃ আপনি কি পাগল হয়ে গেছেন ?
বিহারীঃ ঠিক এখনও জানা যায়নি, তবে বিজ্ঞানীদের গবেষনা চলছে l

শিক্ষক : অজ্ঞান….