আমরা অনেকেই প্রফেশনাল মানের এবং ভালো কোয়ালিটির স্টক ইমেজ ডাউনলোড নিয়ে দুশ্চিন্তায় পড়ি। প্রফেশনাল কোয়ালিটির স্টক ইমেজ গুলো দাম দিয়ে কিনতে হয় যা আমাদের বেশিরভাগের জন্য অসম্ভব। গুগলে সার্চ দিয়েও পাওয়া যায় কিন্তু কপিরাইট লঙ্ঘনের একটা ব্যাপার থাকে যা অনেকেই করতে চাইনা। নিচে কিছু ফ্রি স্টক ইমেজের ওয়েবসাইট লিংক দিলাম যেখানে হাই রেজুলুশন এবং প্রফেশনাল কোয়ালিটির ইমেজ পাওয়া যাবে।
বিঃ দ্রঃ বেশিরভাগেই কিছু রেস্ট্রিকশন আছে। যেমন, মাসে ১০টার বেশি ফ্রি ডাউনলোড করতে পারবেন না। অথবা তাদের সার্চ ফাংশান ব্যবহার করে Free, CC License, Public Domain ইত্যাদি সিলেক্ট করে সার্চ করে ডাউনলোড করে নিতে হবে। পরবর্তীতে আমি সময় সুযোগ করে বিস্তারিত পোষ্ট দিব প্রত্যেকটা ওয়েবসাইটের ডাউনলোড করার পদ্ধতি নিয়ে। আপাতত ব্রাউজ করতে থাকুন, ডাউনলোড করতে থাকুন। ধন্যবাদ।
No comments:
Post a Comment