আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হন অথবা ওয়েব ডিজাইনার এবং আপনার করা কোনো একটি প্রজেক্ট আপনার ক্লাইন্ট হয়তো গ্রহন করলো না কি করবেন তখন। অথবা আপনি হয়তো ডিজাইনিং জগতে নতুন এবং এখনও কোনো কাজ খুজে পাননি। তাহলে এই ক্ষেত্রে আপনার করনীয় হচ্ছে আপনার রিজেক্ট হয়ে যাওয়া ডিজাইনটি অথবা নতুনদের ক্ষেত্রে নিজেদের করা ডিজাইনগুলো বিভিন্ন সাইটে টেম্পলেট হিসেবে বিক্রি করে দেওয়া। নিচে আপনাদের জন্যে সেরকমই বেশ কিছু সাইট দেয়া হল যেখানে আপনি আপনার লোগো থেকে শুরু করে ওয়েব টেম্পলেট সবকিছুই বিক্রি করতে পারবেন।
www.istockphoto.com : – ফটো, ইলুসট্রেসন, ফ্লাস, ভিডিও ইত্যাদি।
www.coswap.com – ডিজাইন বিনিময় করার জন্যে আদর্শ একটি সাইট।
https://glstock.com/ – লোগো, আইকন, ইলুসট্রেসন, টেম্পলেট এবং আরও অনেক কিছুই এখানে বিক্রি করতে পারবেন।
www.vectorstock.com – ভেক্টর স্টক ইমেজ বিক্রি করার সাইট।
https://videohive.net/ – স্টক ভিডিও ফুটেজ এবং মোশান গ্রাফিক্স বিক্রি করার সাইট।
https://themeforest.net/ – ওয়েব ডিজাইন টেম্পলেট এর জন্যে এই সাইট।
https://graphicriver.net/ – ভেক্টর ইমেজ, ফটোশপ ফাইল এবং আরও বিভিন্ন ডিজাইন এর জন্যে পারফেক্ট একটি সাইট।
www.shutterstock.com – ফটোগ্রাফি এবং ভেক্টর ইমেজ এর জন্যে।www.myfonts.com – আপনার তৈরি ফন্ট বিক্রি করার আদর্শ সাইট।
https://cutcaster.com/ – ডিজিটাল ইমেজ, স্টক ভিডিও এবং ভেক্টর গ্রাফিক্স এর জন্যে।
https://templatic.com/ – ওয়েবসাইট টেম্পলেট বিক্রি করার জন্যে।
www.payloadz.com – যে কোনো ধরনের ডিজিটাল ডিজাইন বিক্রি করা যাবে এখানে।
www.threadless.com – এই সাইটে যদি আপনার ডিজাইনটি সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয় তাহলে এটি বিক্রি হবে।
www.redbubble.com – অয়াল আর্ট, টিশার্ট, ক্যালেন্ডার ইত্যাদি বিক্রি করার সাইট।
www.imagekind.com – বিভিন্ন ফরম্যাটে আর্টওয়ার্ক বিক্রি করার সাইট এটি।
No comments:
Post a Comment