Wednesday, July 3, 2019

টাইপোগ্রাফির গুরুত্ব ও টিউটোরিয়াল


একজন ভালো মানের গ্রাফিক ডিজাইনার হতে হলে Photoshop & Illustrator এ দক্ষ হলেই হবে না, ডিজাইনের কিছু বেসিক নিয়ম জানতে হবে। এর একটি হলো- ★টাইপোগ্রাফি (Typography)
টাইপোগ্রাফি যেকোন ডিজাইনের প্রাণ বলতে পারেন। ভালো টাইপোগ্রাফি ছাড়া ভালো ডিজাইন কল্পনাই করা যায় না। গুগলে সার্চ করে টাইপোগ্রাফি এর উপর অনেক অনেক টিউটোরিয়াল পাবেন। সেগুলো মনোযোগ দিয়ে দেখুন।
এটাও দেখুনঃ 50 top typography tutorials: https://www.creativebloq.com/graphic-design-tips/typography-tutorials-1232719

No comments:

Post a Comment